Spread the love

বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নানা অত্যাচার-নির্যাতন সহ্য করে যারা দলের হাল ধরেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী জসিম উদ্দিন। তিনি বলেন,“যারা কঠিন সময়ে দলের পাশে ছিল, দলের খবর নিয়েছে, কর্মীদের পাশে দাঁড়িয়েছে— আগামী দিনে নেতৃত্বের আসনে তাদেরই দেখতে হবে। সুসময় এলে যারা আসে, তাদের জন্য বিএনপিতে জায়গা নেই।” হাজী জসিম উদ্দিন আরও বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আওয়ামী শাসনামলে তারা জনগণের সঙ্গে তামাশা করেছে, গণতন্ত্রকে বন্দী করে রেখেছিল। জনগণ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ।” তিনি আহ্বান জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তবেই গড়ে উঠবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, ইনশাআল্লাহ।”( ২৪ অক্টোবর)শুক্রবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম। পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, সহ-সভাপতি মো. শাহ আলম খোকন, মো. মহসিন কবির সরকার, মো. রবিউল্লাহ রবি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, শাহজাহান সাজু, অর্থ সম্পাদক মো. খায়রুল আলম ভূঁইয়া মিঠু, আইন সম্পাদক এড. মো. শাহ জাহান, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. আরিফুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট প্রমুখ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *