Spread the love

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।’আর কোন লা’শ চাই না,লা’শে’র ভাড়ে আমরা ক্লান্ত’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত,দেবিদ্বার, জাফরগঞ্জ, কোম্পানিগঞ্জসহ নয়টি পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন সময়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। একই সঙ্গে দীর্ঘদিনের খানাখন্দ ও ভাঙাচোরা সড়ক সংস্কার না করায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় দেবপুর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই সড়ক সংস্কারকাজ শুরু হবে। এলাকাবাসী আশ্বস্ত হয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এক ঘণ্টার যানজট ছাড়াও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *