Spread the love

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (বি.আই.আর.সি)-এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ দোয়া মাহফিলে বি.আই.আর.সি’র সভাপতি রিয়াদুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ-সভাপতি এইচ. এম. মোজাম্মেল ও শাহজাহান বাশার, সাংগঠনিক সম্পাদক ডি. এম. মাইনউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বহু সাংবাদিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মরহুম তুহিনের স্মৃতিচারণ করে বলেন—তিনি ছিলেন একজন নীতিবান, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। সভাপতির বক্তব্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় দোয়া করা হয় মরহুমের আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস লাভ ও পরিবারের ধৈর্যের জন্য। আয়োজকদের পক্ষ থেকে দোয়া মাহফিলে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানানো হয় এবং মরহুমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *