অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২–৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সম্মেলনে (World Chambers Congress) দেশকে প্রতিনিধিত্ব করবেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ। জেসিআই ইন বিজনেস (JIB)-এর পক্ষ থেকে তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাচিং সেশন-এ বক্তব্য রাখবেন। বিশ্বের শীর্ষ উদ্যোক্তা, শিল্প নেতা ও নীতিনির্ধারকদের মিলনমেলা হিসেবে পরিচিত এই সম্মেলনকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ শিল্প কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
আরিফিন রাফি আহমেদ দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, হসপিটালিটি এবং ই-কমার্স খাতে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি টেকনো ড্রাগস পিএলসি, পালস টেক লিমিটেড ও গ্রিনটেক হলিডেজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত; যেখানে তিনি গুরুত্ব দিয়েছেন উদ্ভাবন, যুব কর্মসংস্থান এবং বৈশ্বিক প্রভাবের ওপর। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সম্পৃক্ততাতেও সক্রিয় রাফি বর্তমানে জেসিআই বাংলাদেশ-এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট এবং জেসিআই এশিয়া-প্যাসিফিকের স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন এই সম্মেলনকে তিনি বিশ্বের সহকর্মীদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা অর্জন ও সীমান্ত পেরিয়ে সহযোগিতার এক অনন্য সুযোগ হিসেবে দেখছেন।