কুমিল্লার ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে তারা অধ্যক্ষকে কলেজ মসজিদে অবরুদ্ধ করেন। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে, কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের এমন আচরণকে ‘চরম হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। প্রত্যক্ষদর্শী ও কলেজে শিক্ষার্থীরা জানান, আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। বিকেলে তারা অধ্যক্ষের সঙ্গে তাদের ৯ দাবি নিয়ে সংলাপে বসেন। আশ্বাসমূলক কোনো সিদ্ধান্ত ও সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে সংলাপ ভেঙে বেরিয়ে আসেন তারা। বিকেল অধ্যক্ষ কলেজ মসজিদে যান নামাজ পড়তে। এসময় তাকে সেখানে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তারা “অধ্যক্ষের পদত্যাগ চাই” বলে স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পক্ষপাতমূলক আচরণ, দুর্ব্যবহার ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এসব কারণে কলেজের একাডেমিক পরিবেশ নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন। এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৯ দফা দাবি পেশ করেন এবং বাস্তবায়নের জন্য দুই কার্যদিবস সময় দেন কর্তৃপক্ষকে। শিক্ষার্থীদের দাবি সমূহ হলো- ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস স্থাপন। ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন ও রাতের বেলায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করা। বহিরাগত, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপন। পর্যাপ্ত নিজস্ব বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা। আবাসিক হল বৃদ্ধি ও ক্যাম্পাসের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন। সুপেয় পানি, ওয়াশরুম স্থাপন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ। কলেজের সামাজিক ও সাংস্কৃতিক ৯টি সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে কলেজ কর্তৃক ফান্ড গঠন কারা। আয় ব্যয়ের স্বচ্ছতা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা এবং কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “ভিক্টোরিয়া কলেজে ছাত্র-শিক্ষকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ক্যাম্পাসে উপস্থিত রয়েছে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”