Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে এই নব-নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সহ-সভাপতি হিসাবে মোঃ শরীফুল আলমকে এবং (কো-অপ্ট) চিকিৎসক হিসাবে ডাঃ মোঃ শায়াদাৎ উল্লাহকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি অধ্যাপক মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লায়ন মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী প্রতিনিধি যথাক্রমে তানভীর আহম্মেদ, মোঃ মতিউর রহমান সরকার, মোঃ নাসির উদ্দীন, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে মোহাম্মদ আবুল হুসাইন, মোঃ আলী আশরাফ, আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মোঃ আলী নোয়াব, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আতাউর রহমান সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সরকার, ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ জানু মিয়া, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মো. তাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। সভায় মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ ফারুকী।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *