কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করে ফকির বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ৬টি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাড়ির লোকজনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও দূরত্বের কারণে তারা আগুন নিয়ন্ত্রণের আগে উপস্থিত হতে পারেনি। অগ্নিকাণ্ডে ফকির বাড়ির মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া মুশন, মামুনুর রশিদ, সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনসহ মোট ৬টি বসতঘর ও রান্নাঘর ভস্মীভূত হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন,অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং তাদের সহায়তা প্রদান করা হবে।