কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার নামের (২ বছর) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুরর চাচা দুলাল মিয়া। মৃত শিশু খাদিজা আক্তার উপজেলার সাহেবাবাদ এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১ টার পর কোন একসময় খাদিজা আক্তার সবার অগোচরে বাড়ির পূর্ব পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা। এ সময় তারা বাড়ির পূর্ব পাশের পুকুরে খাদিজা আক্তারকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।