Spread the love

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগস্ট-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদ্বোধনী সভা, বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (১৮ আগস্ট) সোমবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান। এছাড়া মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্যে বিষয়ক প্রামান্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন পুকুরে ৩০ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে চার জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দরা। তারা হলেন- সেরা মৎস্যচাষী মোঃ আব্দুল মতিন ও শেখ ওমর ফারুক, তরুণ মৎস্য উদ্যেক্তা মোঃ আল আমিন ও সেরা খাদ্য বিক্রেতা সার্জেন্ট (অবঃ) শফিকুল ইসলাম। এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য বিক্রেতা মোঃ বাছির আহাম্মদ (বসির), অফিস সহায়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *