কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছাত্রীর বাবা ও ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিদলাই ইউনিয়নের শংশন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। (২৯ আগস্ট ২০২৫) শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে সাইফুল ইসলাম আলাউল আকবর। আহত মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম জানান, তার ছোট বোন শিদলাই দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক তার বোনকে ইভটিজিং করে। বিষয়টি বোন বাবাকে জানালে, তিনি শিদলাই গ্রামের ফয়েজ মিয়ার ছেলে হৃদয় ও নশু মিয়ার ছেলে রাকিবের কাছে জানতে চাইলে তারা তাকে মারধর করে। রাকিবুল ইসলাম আরও বলেন, পরে আমি তাদের কাছে বিষয়টি জানতে চাইলে হৃদয়, রাকিবসহ আরো ৪-৫ জন হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে বেদম মারধর করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, প্রথমে মেয়ের বাবাকে মারধর করা হয়। পরে ছেলে রাকিবুল ইসলাম প্রতিবাদ করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি দোষীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, শিদলাই ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছেন। তিনি বলেন, ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ করার জন্য অনুরোধ জানিয়েছি। পরে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।