কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে অপহৃত এক কিশোরী (১৪) কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আওলাদ হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং কিশোরীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী আওলাদকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন উপজেলার শিদলাই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে। জানা যায়, একই এলাকার আওলাদ দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট সন্ধ্যায় বাড়ির সামনে থেকে কিশোরীকে অপহরণ করে সে ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা খুকি আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েল বলেন, মামলার সূত্র ধরে আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত আওলাদকে গ্রেপ্তার করি।