Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে দরিদ্র রোস্তম আলী ভূইয়ার একমাত্র আশ্রয়স্থল বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না। হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে রোস্তম আলীর সব কিছু ভস্মীভূত হয়। আসবাবপত্র, পোশাক, নগদ অর্থসহ দৈনন্দিন ব্যবহার্য কোনো কিছুই রক্ষা পায়নি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। চোখ ভেজা কণ্ঠে রোস্তম আলী বলেন,আমি বাজারে ছিলাম। লোকমুখে শুনে ছুটে আসি। এসে দেখি আমার চোখের সামনে আগুনে সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও রইল না। এখন পরিবার নিয়ে আমি কোথায় থাকব? এমন অসহায় পরিস্থিতি দেখে এলাকার অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, দরিদ্র রোস্তম আলীর সর্বস্ব হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান তালাশ বাংলাকে বলেন,আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করব। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতি সহকারে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *