কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি বৃন্দ ও সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। আজ ৬ সেপ্টেম্বর, শনিবার সকালে শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে জশনে জুলুছ শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন সভাপতি মাওলানা আবু হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়ত ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান মমতাজি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টার, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাদেক আহমদ। প্রধান বক্তা ছিলেন শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মো. আবু রায়হান রেজা হাশেমি। ইউনিয়ন আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো.রফিকুল ইসলাম রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাচঁ পীর হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রউফ, আল-আমিন বারিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ আব্দুল কাইয়ুম, মল্লিকাদিঘী নবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান নুর মোহাম্মদ, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়েত উপদেষ্টা সদস্য হাজী আবুল কাসেম মাস্টার, মো. জাহাঙ্গীর আলম বাচ্চু মাষ্টার,হাজী সিদ্দিকুর রহমান বিজিবি,মাওলানা শাহজাহান জিহাদী,মৌলভী সাদেকুর রহমানসহ আরো অনেকে। পরে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।