Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, এনজিও ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতার জেরে বিষপান করে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিহতদের সৎকারে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন নিহত নমিতা রাণী পালের বড় মেয়ে সুমা রাণী পালের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। ইউএনও তানভীর হোসেন বলেন, নিহত পরিবারটি অসচ্ছল ও ঋণগ্রস্ত ছিল। মা ও মেয়ের মৃত্যুর পর বড় মেয়ে সুমা রাণী পাল উপজেলা প্রশাসনের কাছে সৎকারে সহায়তার আবেদন করেন। তার আবেদনের পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে নমিতা রাণী পাল ও তার মেয়ে তন্বী রাণী পাল নিজ বাড়িতে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সংকট ও এনজিও ঋণের চাপ দীর্ঘদিন ধরে তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *