Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের মোঃ ইব্রাহিমের ওপর মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন হাজত খাটানো ও লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। গতকাল (৯ সেপ্টেম্বর) দুপুরে ইছাপুরা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা যায়, গত বছরের ১২ আগস্ট মোঃ ইব্রাহিমের ছোট ভাই মোঃ ইসহাক স্বাভাবিক মৃত্যু বরণ করেন। কিন্তু স্থানীয় একটি মহল পারিবারিক জমি ও টাকা-পয়সা লেনদেনের জেরে সুযোগ নিয়ে ইসহাকের স্ত্রী শাহনাজ আক্তারকে প্ররোচিত করে মিথ্যা মামলা দায়ের করায়। মামলায় ইব্রাহিম, তার স্ত্রী শাহেনা বেগম, ছেলে মোঃ তোহা (২৫) ও মোঃ আনাছ (২৬)–সহ মোট চারজনকে আসামি করা হয়। সংবাদ সম্মেলনে মোঃ ইব্রাহিম অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের মৃত্যু ছিল সম্পূর্ণ স্বাভাবিক। অথচ আমাকে কোনো কারণ ছাড়াই পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। মিথ্যা মামলায় আমাদের সামাজিক, আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। আনুমানিক ৫০-৬০ লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, মামলার বাদী শাহনাজ আক্তার এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দাবি করেন— তার স্বামীকে ধাওয়া করলে মৃত্যু হয়। কিন্তু কোর্টে প্রমাণিত হয়েছে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা কোর্টে ন্যায়বিচার পেয়েছি। তবে আমাদের যে আর্থিক ও সামাজিক ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ চাই।” এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক, মো. রাকিব, রফিকুল ইসলাম, আবুল হাসান, সিরু মিয়া, আলমাস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *