কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযানে বসতঘর থেকে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে সোমবার (১০ সেপ্টেম্বর ) বুধবার বিকেলে বুড়িচং থানার ওসি আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান,মঙ্গলবার রাতে থানার এসআই মিজানুর রহমান ও এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মোঃ মমিন হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী ভৈরবপুর দক্ষিণপাড়ার মৃত. আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন (২৫)কে গ্রেফতার করে পুলিশ। ওসি আজিজুল হক জানায়,ভৈরবপুর এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মামলা রুজু করে আজ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।