Spread the love

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আয়োজন করে বুড়িচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। এ সময় আলোচনায় অংশ নেন খামার ব্যবস্থাপক শান্তি আরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী মো. সাইফুল ইসলাম রমজান, ছাত্র প্রতিনিধি তারিকুল ইসলাম পিয়াস ও সাদমান এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষী এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় মৎস্য সপ্তাহে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে নির্বাচিত মো. সাইফুল ইসলাম রমজানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ইউএনও মো. তানভীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *