Spread the love

“ভ্রাতৃত্বের বন্ধন, আলোকিত বুড়িচং”— এই স্লোগানকে ধারণ করে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা ও মিলনমেলার মাধ্যমে বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ) এর পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন এবং বাৎসরিক আনন্দ ভ্রমণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আব্দুল বাতেন এবং সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা মজিবুর রহমান খাঁন ও সাধারণ সম্পাদক শরিফ আহাম্মেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাফ-এর সভাপতি ও বাফ-এর উপদেষ্টা এন.কে নয়ন, নাছির আহাম্মেদ, মোঃ রুহুল আমিন, শামিম ভূইয়া, শরীফুল ইসলাম মাসুদ, কাউছার আহাম্মেদ, বদিউজ্জামান, সোহেল রানা, আরিফুর রহমান অপু, সাইফুল ইসলাম পলাশসহ আরও অনেকে। বিগত বছরগুলোতে উষা ফ্রান্স শাখা ও আলোকিত বুড়িচং-২০২০ এর মাধ্যমে ফ্রান্স প্রবাসী বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে গঠিত “বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ)” নতুন করে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হলো। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পুনর্গঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। তারা হলেন সভাপতি:আল-আমিন খান,সিনিয়র সহ-সভাপতি:সাইফুল ইসলাম (পলাশ),সাধারণ সম্পাদক: শরিফ আহাম্মেদ,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক:নাজমুল হাসান (সবুজ),সাংগঠনিক সম্পাদক:সাব্বির আহাম্মেদ (সোহাগ),কোষাধ্যক্ষ: মোঃ সোহেল রানাসহ ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি।

সভায় বক্তারা বলেন, ফ্রান্সে প্রবাস জীবনে কোনো সদস্য মারা গেলে লাশ দেশে পাঠানো নিয়ে পরিবার ও স্বজনেরা যেন হয়রানির শিকার না হন— এই চিন্তা থেকেই বাফ-এর যাত্রা শুরু। পাশাপাশি ফ্রান্স ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্যারিসের অদূরে সাগরপাড়ে আয়োজন করা হয় “বাৎসরিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা-২০২৫”। এতে প্রবাসী পরিবারের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। বিশেষ করে ১৬টি পরিবার ছোট শিশু ও সন্তানদের নিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সভাপতি আল-আমিন খান সবাইকে সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আব্দুল বাতেন পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দিনশেষে প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন খান সকল অতিথি, পরিবার ও স্পন্সরদের ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখেন— সাইফুল ইসলাম (পলাশ), শরিফ আহাম্মেদ, সাব্বির আহাম্মেদ (সোহাগ), আব্দুল্লাহ অপু, সোহেল রানা, নাজমুল হাসান সবুজ, বদিউল আলম (স্বপন), জিহাদ হাসান, মোঃ বোরহান খান চৌধুরী, আরিফুল ইসলাম (রকিব), হাবিবুর রহমান (রহমত), সাইম সুরিদ, হৃদয় আহামেদ, মোহাম্মাদ নাদিম, শওকত হোসেন, রুমান আহাম্মদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *