বান্দরবানে জেলা পুলিশ লাইনের ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। এসময় অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। × শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। নিহত রাশেদুল ইসলাম জামালপুল জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুস সালামের পুত্র এবং বান্দরবান পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল। পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সদস্য রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ অবস্থায় বান্দরবান জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি ব্যারাকের দোতলা ছাদ থেকে লাফ দিলে তাঁর দুই পায়ের গোড়ালি পা থেকে আলাদা হয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা থেকে চমেকে রেফার করেন এবং সেখানেই রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার জানান, আহত পুলিশ কনস্টেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন বলে জানান তিনি।