Spread the love

মেঘ বিস্ফোরণের কারণে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের ৩ প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জন, যার মধ্যে ২ শতাধিকই খাইবার পাখতুনখোয়ার বুনের অঞ্চলের বাসিন্দা। এখনও নিখোঁজ অর্ধশতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। খাইবার পাখতুনখোয়ার ৯টি অঞ্চলে গোটা মাসজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার। শিগগিরই বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও আটকে পড়েছেন অসংখ্য পর্যটক।এদিকে ক্যাটাগরি-৫ মাত্রায় পরিণত হয়েছে হারিকেন এরিন। আবহাওয়া পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। বর্তমানে এর গতি ২৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এতে সবচেয়ে বেশি ক্ষতির শঙ্কায় রয়েছে ভার্জিন দ্বীপ, পুয়ের্তো রিকো ও লিওয়ার্ড দ্বীপ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *