Spread the love

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাগ্বিতণ্ডার ঘটনায় ছেলেকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ (২২) ওই ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো: নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগমের দম্পতির একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নিহতের খালা নুর জাহান বেগম জানান, ‘নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই। সেখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে। তখন সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মারেন নুরুজ্জামান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এ হত্যার বিচার চাই।’ মৃত্যুর বিষয় নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে বাবা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *