ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ওই সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই সাংবাদিকের সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মারা যাওয়া ওই সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এতবারপুর এলাকার এ কে এম শহিদুল্লাহ ছেলে। ঢাকার দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি। দুই কন্যাসন্তানের জনক তিনি।