Spread the love

বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার আইনজীবী, কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন,

“বিএনপি ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হবে। দেশে হত্যা, খুন ও মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে এবং মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন,“চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারিরা যেন দলের মনোনয়ন না পায়, সেদিকে সর্তক থাকতে হবে।

কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। জনগণ এসব লোকজনকে ঘৃণা করে।তাই আগামীতে বিএনপি সরকার গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের গাড়িবহরে বিশাল শো-ডাউন শেষে টাটেরা প্রফেসর সেকান্দর আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মামুন আরও বলেন, “শেখ হাসিনা আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। ভোটাধিকার কেড়ে নিয়েছেন। ১৭ বছরের আওয়ামী শাসনের দাসত্ব থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। দেশের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি ও বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।” জনসভায় সভাপতিত্ব করেন উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল।এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূইয়া,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জি এস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, মফিজুল ইসলাম, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, বাদল, উপজেলা বিএনপি’র সাবেক সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া,সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভূইয়া,গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *