কুমিল্লা রেলস্টেশনে ভাসমান, ছিন্নমূল মানুষ ও ভিক্ষুকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন। রবিবার দিবাগত রাতে কুমিল্লা রেলস্টেশনে এমন মানবিক দৃশ্য দেখা গেছে। রান্না করে খাওয়ার সুযোগ না থাকায় এসব মানুষের জন্য মানবিক উদ্যোগ নেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন। এ সময় তার সঙ্গে ছিলেন ক্যামেরা পার্সন ফয়সাল খানসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। খাবারের মেন্যুতে ছিল গরুর মাংস, মুরগি, সাদা ভাত ও ডাল। এতে ছিন্নমূল মানুষরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মানবিক এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।