Spread the love

কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। ধারাবাহিক এই খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। জানা গেছে, গত ৩০ বছর যাবত কুমিল্লা শহরের পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছে স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলেই সারাবছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, জলাবদ্ধতার মূল কারণ হিসেবে পানি নিরসনের খাল ভরাটকে দায়ী করে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এরই প্রেক্ষিতে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগের পাশাপাশি কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা খাল খননের উদ্যোগ নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক-এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, চাঁনপুর এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধারাবাহিকভাবে এ কাজে অংশগ্রহণ করছে অভিজ্ঞ স্বেচ্ছাসেবী এবং বিএনপি নেতাকর্মীরা। এসময় কুমিল্লার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কাজ হাতে নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের পাশাপাশি কাজ চলছে। জেলার অন্যান্য এলাকায়ও প্রশাসনের নির্ধারিত বিভাগের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাসেবীরা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করবে। এর আগে, জলাবদ্ধ চাঁনপুর এলাকার সমস্যার মূল কারণ খুঁজতে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া। এছাড়া সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা এসে এলাকাটি পর্যবেক্ষণে উঠে আসে বৃষ্টির পানি অপসারণের কোনো সচল পথ নেই এই এলাকায়। এছাড়া এলাকার পানি নিরসনের একমাত্র খালটি দখলে-দূষণে ভরাট হয়ে পানি চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার সিটি কর্পোরেশনের গা ঘেঁষা শহরতলীর এ জায়গাটি ইউনিয়ন পরিষদের অধীনে হওয়ায় চাঁনপুর এলাকাটি দীর্ঘদিন উপজেলা প্রশাসনের অবহেলার শিকার বলে ক্ষোভ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *