Spread the love

কুমিল্লার মুরাদনগরে ভেজাল মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত এ্যালকোহল (মদ) খেয়ে তপন চন্দ্র সরকার (৫০) ও পলাশ চক্রবর্তী(৩৮) অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে তাদেরকে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজন তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তপন চন্দ্র সরকারও মারা যায়। খবর পেয়ে বুধবার বিকেলে বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর মহা শ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আসার পূর্বেই তপনের লাশ দাহ করার ফলে লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় এ্যালকোহল (মদ) পানে ২ জন মৃত্যুবরণ করেছে। পলাশের লাশ উদ্ধার করা হয়েছে। তপনের লাশ দাহ করে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পলাশের লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *