Spread the love

কুমিল্লার কোতোয়ালিতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল আনুমানিক ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার মো: ইব্রাহিম (৩৮)। হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কার (রেজি. নং- ঢাকা মেট্টো-গ-১৫-৯০৬৪) চালক মাদক বহন করে ঢাকা নিয়ে যাচ্ছে—এমন সংবাদে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স প্রাইভেট কারটি বেরিকেড দিয়ে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে বেকডালার ভেতর থেকে ২৫ (পঁচিশ) ফোটলায় রাখা মোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *