Spread the love

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই নেতাসহ কিশোর গ্যাংয়ের ২৭ সদস্যকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা আরডি একস গ্রুপ ও সিডি একস গ্রুপ নামের দুটি কিশোর গ্যাংয়ের সদস্য। অভিযানে দুই গ্রুপের দুই প্রধান ইফতি (১৮) ও সাইমুনকে (১৫) আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার একাধিক টিম শহরের ধর্মসাগর পাড়, পুলিশ লাইন গেইট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেইট এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ সক্রিয় ২৭ সদস্যরা আটক হয়। কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা হলো সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *