Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর বাজারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সমাজসেবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জীবনে এক পবিত্র আনন্দের দিন। এটি কেবল আনন্দ উৎসব নয়, বরং রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারের দিন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সীরাত ও সুন্নতের প্রতি ভালোবাসা জাগ্রত হবে বলে তাঁরা মত প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন, যা আমাদেরকে রাসূলে পাক (সা.)-এর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করে। তাই এ কর্মসূচি সুশৃঙ্খল, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালিতে উপস্থিত ছিলেন— বাকশীমুল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম ভুঁইয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাজী মোঃ আল ইমরান, সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন, মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তানজীবুর রহমান শুভ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, লিটন মেম্বার, হাফেজ মাওলানা শাহাদাত সারোয়ার, কাজী নুরুল ইসলাম, কাজী মুমিনুল ইসলাম, মাহবুব রহমান, মোতাহার হোসেন, শাহীনুল ইসলাম, হাফেজ মোশাররফ হোসেন, বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মুফতি ফাহাদ, এমদাদুল হক, আবদুর রউফসহ আরও অনেকে। সভা শেষে মিলাদ শরীফ, ক্বিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং সকলের হেদায়েত কামনা করে দোয়া করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *