Spread the love

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেছেন, “মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই বুড়িচংকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা সদর সার্কেলের পুলিশ ইন্সপেক্টর এজাজুল ইসলাম, দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ প্রধান, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ছাব্বির। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, এসআই ফারুক আহমেদ,এসআই সাইফুল ইসলাম, এসআই আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী ও বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সুজন চৌধুরী। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির, আরিফ আহমেদ মাহাদী, সাইমুন ইসলাম, নিহাদ সিদ্দিকি, সুমন মাস্টার, মাসুদ মৈশানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *