Spread the love

চাঁদপুরের মতলব দক্ষিণে মেহেদী হাসান অনন্ত নামের এক প্রবাসী যুবক তার নিজের ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও তার বসতঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রবাসী মেহেদী হাসান অনন্তের আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত বসতঘরটি রক্ষার চেষ্টা করে। মেহেদী হাসান অনন্ত উপজেলার নাগদা গ্রামের আব্দুল হক বকাউলের ছেলে। বেলজিয়ামে থেকে তার ফেসবুক আইডির লাইভে এসে তার পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এতে বিভিন্ন মহলে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে মতলব উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদ খাদেরগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে নাগদা আল ইকরা নুরানি ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুরুর পূর্বে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং তৌহিদী জনতা মেহেদী হাসান অনন্তের বাড়িতে গিয়ে তার পরিত্যক্ত বসতঘরটি ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরে নাগদা আল ইকরা নুরানি ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইমাম উলামা ঐক্য পরিষদ খাদেরগাঁও ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, নারায়নপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম খাদেরগাঁও ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া মহানবীকে নিয়ে অপমানজনক মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে মন্তব্যকারী যেই হোক। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে। তবে তার অপরাধের জন্য তার বাড়িঘরে হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়া ঠিক নয়। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে অভিযোগ বা স্মারকলিপি প্রদান করুন। আমরা তার বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেব। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *