Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে হত্যার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। (১২ আগস্ট) মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ হালিমা আক্তারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১১ আগস্ট) নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতনের শিকার হালিমা আক্তার (৩৫) লেবানন প্রবাসী জালাল হোসেনের স্ত্রী। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে হালিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গত ৯ আগস্ট দুপুরে স্বামী জালাল হোসেনের নির্দেশে শ্বশুরবাড়ির লোকজন হালিমাকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে হালিমার ছোট ভাই মো. দেলোয়ার হোসেন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় হালিমা আক্তার বাদী হয়ে সোমবার (১১ আগস্ট) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনকে এফআইআর করার নির্দেশ দেন।মামলার আসামিরা হলেন রোজিনা আক্তার (হাসানের স্ত্রী),হাজেরা বেগম (মৃত মফিজের স্ত্রী),শিরিনা আক্তার (রাজু মোল্লার স্ত্রী),জালাল হোসেন (ভুক্তভোগীর স্বামী, লেবানন প্রবাসী)।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *