কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় স্কাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। বুধবার রাত ৮টার দিকে থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি সামাদ মিয়ার বাড়ির সামনের রাস্তার উপর ২ জন ব্যাক্তিকে ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন সুকৌশলে পালিয়ে গেলেও অপরজনকে আটক দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা পলিথিন ব্যাগে (৩০) বোতল স্কাপ সিরাপসহ দক্ষিণ তেতাঁভূমি গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মোঃ আবুল কালাম (৩৪) আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে পলাতক আসামী উত্তর তেতাভূমি গ্রামের আলাউদ্দিন এর স্ত্রী মোসাঃ শাবনুর (২৬) সহ আটককৃতদের নামে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।