Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইঘর পূর্বপাড়া “নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা” হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৯ আগস্ট) মঙ্গলবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইয়াছিন ও মোঃ মাজহারুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন মো. আবু বকর। এবছর এই মাদ্রাসা থেকে হাফেজ মোঃ তাহসিন নামে ১ জন পাগড়ী প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও ৩ জনকে হেফজ এবং ৪ জনকে আমপারা ছবক প্রদান করা হয়। এতে মোঃ আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ এনামুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রউফ সালেহী। বক্তব্য রাখেন নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, ব্রাহ্মণপাড়া দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. তামজীদ ভূইঁয়া, রিয়াজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ ওমর ফারুক। এসময় মাদ্রাসার সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, হিরণ মিয়াসহ ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে ছাত্রদের সাফল্যে ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবদুর রউফ সালেহী। ‎

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *