কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামে প্রভাবশালী ব্যক্তির মাছের ঘেরের কারণে কালভার্টের মুখ বন্ধ হয়ে যায়। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ শতাধিক পরিবার স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে। ফসলি জমি, বসতভিটা ও চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। ভুক্তভোগীরা বিষয়টি অভিযোগ আকারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তানভীর হোসেনের নিকট উপস্থাপন করলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে বুধবার রাতে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারকে সঙ্গে নিয়ে ইউএনও বিকল্প ব্যবস্থায় পানি নিষ্কাশনের পথ তৈরি করে দেন। এতে স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর জীবনে।খুশি হয়ে স্থানীয়রা জানান, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না হলে তারা আরও দীর্ঘদিন দুর্ভোগে পড়ে থাকতেন।