Spread the love

বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফল ঘোষণার অপেক্ষা । তবে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়েছে। ইতিমধ্যে সিনেট ভবন মিলনায়তনে গণমাধ্যমকর্মীসহ প্রার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নির্বাচন সংশ্লিষ্টরা জড়ো হয়েছেন। মঙ্গলার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ, নীলক্ষেত মোড়সহ ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসের আশপাশে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামানসহ বিভিন্ন ধরনের যানবাহনও মোতায়েন রয়েছে।জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে অর্থাৎ দোয়েল চত্বর, নিউমার্কেট, নীলক্ষেত শাহবাগ হয়ে মৎস ভরন এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশপথে পুলিশ র‌্যাব ও আনসার সদস্যদের সঙ্গে অবস্থান করছেন বিজিবি সদস্যরা। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা যাতে না ঘটে, তাই ভোট শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বিজিবি।’ এর আগে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসু নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। যদিও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *