Spread the love

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন বলেছেন,

আলেম-উলামারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ দ্রুত এগিয়ে যাবে, দেশ আর পিছিয়ে পড়বে না। তিনি বলেন,সকল আলেম-উলামা ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নেবে না। এজন্য আলেম-উলামাদের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সকলের হৃদয় জয় করে, সকল শ্রেণী-পেশার মানুষদের ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা এগিয়ে যাবো।

২০ আগস্ট (বুধবার) ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মোবারক হোসাইন আরও বলেন,গত ৫৪ বছরে সবচেয়ে বেশি আলেম-উলামারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার জনগণের রায় দাঁড়িপাল্লার পক্ষে হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সালেহী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সহকারি সেক্রেটারি মুফতি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কবির আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব খান পাঠানসহ আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *